দিন মাস ঘুরে ঘুরে ফিরে ফিরে আসে সেই চির চেনা শীত, সেই কোন সুদূর সকালে কুয়াশা ঢাকা দিগন্তের মায়া; হাত ছানি দেয় আজও আমায়, শিশিরের টুপটাপ শব্দ, শিশির কণায় নরম রোদের ঝিলিমিলি,আনমনে ঝরে পড়া বিবর্ণ পাতার হাহাকার টেনে নেয় আমাকে আজও সেই সুদূর অতীতের আবর্তে ।
ধীর পায়ে উত্তরী হাওয়া সকল উষ্ণতা কাড়ে অবলীলায় অলখে, প্রকৃতি সাজে নতুন রূপে, নতুন আবহে বদলে দেয় ফসলের মাঠ, ক্ষয়ে যায় ভরা নদীর কলতান, উচ্ছ্বাস জাগে ক্লান্ত পাখির ডানায়, শরষে ফুলের হলদে হাসিতে আলোকিত হয় চারপাশ, কচি সবুজের নরম পাতায় প্রাণ ছোঁয়া লাবণ্যে আগামীর স্বপ্ন।
পৌষের শিশির সিক্ত সকালে শীতের আগল ভেঙ্গে মিাষ্ট রোদের আগমনে শীতল ধরণীর গাঁয়ে আসে উষ্ণতার সুখের পরশ আর প্রকৃতি ও প্রাণে জাগে উদ্যম, ঝিমিয়ে পড়া দেহে আসে চলার গতি, নানা আয়োজনে মাতে বিচিত্র সৃষ্টির বিচিত্র অস্তিত্ব; সেই কোন অদৃশ্য ঈশারায়, সেই কোন অবাধ্য সময়ের শর্তে।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।